সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর শহরের কুখরালী এলাকায় মাছের ঘেরে সেচ দেও য়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক মাছ চাষীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে শ্যালো মেশিনের সুইচ দেয়ার সময় এ ঘটনা ঘটে।
মাছ চাষী ফিরোজ হোসেন সাতক্ষীরা পৌরসভার পারকুখরালী দক্ষিণ পাড়া এলাকার মোঃ আবুল খায়েরের ছেলে।
কুখরালী এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী রাহাত রাজা জানান, ফিরোজ হোসেনের কুখরালী এলা কায় একটি মাছের ঘেরে মাছ চাষ করেন। সকালে ঘেরের জমিতে পানি দেওয়ার জন্য তিনি শ্যা লো মেশিনের সুইচ দেন।
এসময় অসাবধানতাবশত: লিকেজ হওয়া বিদ্যুতের তারে হাত লে গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে খবর পেয়ে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছ চাষীর মৃত্যু
U997E78oRo9
9uuwAMARTst