রহমত আরিফ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সাদা সাদা থোকায় থোকায় ফুলে ভরে গেছে সজিনা গাছ।
ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখা গেছে সজিনা গাছের ডালের গোড়া থেকে মাথা পর্যন্ত ফুল আর ফুল।
এ সময় সজিনা গাছের পাতা ঝরে পড়তে শুরু করছে। তাই পাতা শুন্য ডালে থোকা থোকা সাদা ফুলের শোভা দেখে সকলে মোহিত হচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজে লার ২২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বসত বাড়ির উঠান, রাস্তার ধারে, আ নাচে কানাচে ও পতিত জমি র আইলে প্রায় ২০ হাজার সজিনা গাছ আছে।
প্রায় প্রতিটি বাড়ীতে কমপক্ষে ১/২ টি সজিনা গাছ রয়েছে। যত্ন ছাড়াই এসব গাছ বেড়ে উঠেছে। গাছে ফলনও ভালো হয়। প্রতি বছর সজিনার শাখা বা ডাল রোপন করা হয়।
তবে রোপনকৃত ডালের প্রায় ৩০ শতাংশ মারা যায়। এ উপজেলায় সজিনার ২টি জাত রয়েছে একটি হালো সিজিনাল এবং আরেকটি বারোমাসি সজিনা।
সজিনার ফুল জানুয়ারীর শেষ থেকে আসা শুরু করে। এবং বারো মাসি সজিনার গাছে বছরে কয়েক বার ফুল আসে। তবে সব ফুল থেকে ফল হয় না।
একটি থোকায় সর্বাধিক ১৫০টি মত ফুল ধরে। ফুল ৪০ সেঃ মিঃ থেকে ৮০ সেঃ মিঃ পর্যন্ত লম্বা হয়। ফুল ফুটার ২ মাস পর ফল তোলা যায়। একটি বড় গাছে
৪ শত থেকে ৫ শত ফল ধরে। প্রতিটি ফলে ৩০-৪০ টি বীজ হয়। দেশে সাধারণ ডাল কেটে ডাল রোপন করে সজিনা গাছ লাগানো হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর উপজেলায় ৫ হাজা র সজিনার ডাল রোপন করা হয়েছে।
এর মধ্যে ৩ হাজার ডাল থেকে গাছ হয়েছে। সজিনার মৌসুমশেষে এ বছরও ডাল রোপন করা হবে। এ উপজেলার সব ধরনের মাটি তে সজিনা আবাদ ভাল হচ্ছে। সজিনা অতি পুষ্টি ও ভেজষ গুনে ভরা সবজি হিসাবে খুব দামী এবং এটিকে সুপার ফুড বলা হয়ে থাকে।
সজিনা ও তার পাতা খাওয়া বাদেও গাছের শেকড় ও ছাল ভেষজ ঔষধ হিসেবে ব্যাপক কাজে লাগে। সজিনার ব্যাপক চাহিদা ও উচ্চ মূল্যে বিক্রি হওয়ায় উপজেলার কৃষকরা এখন পতিত জমিতে পরিকল্পি তভাবে সজিনা গাছ লাগিয়ে লাভবান হচ্ছে।
উচ্চ মূল্য পাওয়ায় অনেকে বানিজ্যিকভাবে সজিনা র চাষ করতে আগ্রহ দেখাচ্ছেন। উপজেলা কর্মকর্তা কৃষিবিদ সুত্রে জানান, ঠান্ডা-গরম, খরা সহিষ্ণু এ গাছ বাংলাদেশের সর্বত্রই জন্ম নেয়।
এ বছর সজিনা গাছে ব্যাপক ফুল ধরেছে। সজিনা গাছের পাতা, ফুল, কচি
পড, বাকল, শিকড় ইত্যাদি শরীরের জন্য উপকারী। কৃষি অফিস থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজিনা ক্ষেত গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।
এ বছর প্রাকৃতিক বড় ধরণের দুর্যোগ না হলে সজিনার বাম্পার ফলন হবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *