আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহার পৌরসভার উদ্যোগে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই,পূথীবি বদলাই ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা,পরিচ্ছিন্নতা অভিযান পরিচালনা এবং বর্জ্য শূন্যতার ,জলাদ্ধতা নিরসনকার্য়ক্রম অনুর্দ্ধ ১৭ আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা র কর্মসুচীর অংশ হিসাবে এক বন্যাঢ়্য র্যালি অনুষ্টি ত হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্টানের প্রধান অতিথি সান্তাহার পৌরসভার প্রশাসক আদ মদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফ রোজের নেতৃত্বে স্থানীয় পৌরসভা থেকে এক বিশাল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
র্যালিতে স্থানীয় মহিলা ও কারিগরী কলেজেল অধ্যক্ষ ছাত্র ছাত্রী, সুধিজনসহ পৌরসভার কর্মচা রীরা উপস্থিত ছিলেন। #