আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ঃ । বগুড়ার সান্তা হারে নেসকোর বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করো হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় সান্তাহার পৌর এবং ইউনিয়য়ন বাসী র উদ্যোগে শহরের রেলগেইট চত্তরে সান্তাহার পৌর এিনপির সহস ভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রায় এক ঘন্টা কাল মানব বন্ধন কর্মসুচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবা দিক, ব্যবসায়ীগন বক্তব্য রাখেন। এতে প্রায় ৫ শতাধিক সাধারন জনতা অংশগ্রহন করেন।
বক্তারা নেসকোর প্রতি হুশিযারী দিয়ে বক্তব্যে বলেন প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা নাহলে বৃহত্তর কর্ম সুচির মাধ্যমে এ প্রক্রী য়াকে বন্ধ করা হবে।