আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারের বিশিষ্ট ব্যবসায়ী সাখাওয়াত হোসেন জনির ওপর হেলমেট বাহিনীর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় সান্তাহার শহরের ঘোড়াঘাট সান্তাহার-নওগাঁ সড়কে স্থানীয় ব্যবসায়ী সমিতি ঘন্টাব্যপী এই মানবব ন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বুধবার রাতে সান্তাহার-নওগাঁ সড়কের মল্লিকা হোটেলের সামনে একদল মুখোশ পড়া দুর্বৃত্ত হেলমেট হেলমেট বাহিনী ব্যবসায়ী জনির পথরোধ
করে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে হামলা চালায়।
পরে তাকে স্থাননীয়রা গুরুতর আহত জনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় বৃহস্প্রতিবার নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়। সান্তাহার ব্যবসায়ী সমিতি এর প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সান্তাহার বনিক সমিতির সাধা রন সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু,ঘোড়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আ লী,আহত জনির বড় ভাই ব্যবসায়ী সনি, স্থানিয় ব্যবসায়ী মতি, সুইট ও এমরানসহ প্রায় দুই শতাধীক ব্যবসায়ী। #