আদমদীঘি প্রতিিিনধি ঃ সান্তাহারে মটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে যৌথবাহিনী এক অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক মটরসাই কেল আটক করে ১২ জন মটরসাইকেল আরোহীর ৪০ হাজার টাকা জরিমানা করেছে।
জানাযায়, শুক্রবার সন্ধ্যা ৭ টারদিকে শহরের গোলচত্তরে মটারসা ইকেলের কাগজপত্র যাচাই- বাচাইয়ের লক্ষে যৌথবাহিনী চেকপো স্ট বসিয়ে প্রায় অর্ধশত মটরসাইকেল আটক করে।
এসময় ১২ জন মটার সাইকের আরোহীর সঠিক কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। #