আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি রবিবার রাতে বগুড়ার সান্তাহারে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের ঘোড়াঘাট মহল্লার জনৈক ময়নুলের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জানাযায়, রবিবার দিবাগত রাতে সান্তাহার পৌরসভা শহরের ঘোড়াঘাট মহল্লার জনৈক ময়নুল হকের বাসার ভাড়াটিয়া সোহেলের ঘরে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছিল।
সান্তাহার ফাঁড়ি পুলিশ খবর পেয়ে রাত ১১টার দিকে ওই বাসায় অভিযান চালায়। এসময় চার জুয়াড়িকে গ্রেপ্তার, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হল আদমদীঘি উপজেলার তিলছ দীঘিরপাড় গ্রামের সোহেল (২৮), সান্তাহার চা-বাগান মহল্লার আজাদ (৫২), নওগাঁ সদরের শেরপুর বাঁধের মুখ এলাকার ওবায়দুল ইসলাম (৪৮) ও বগুড়া সদরের বাদুরতলা গ্রামের ফরিদ (৫০)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বগুড়ার আদালতে পাটানো হয়েছে।