আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি  : বগুড়া সড়ক বিভা গের উচ্ছদ অভিযানে সান্তাহার-বগুড়া সড়কের দুপাশের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে  প্রায় দুই শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিয়ে অবৈধ দখল মুক্ত করা হয়েছে। 
মঙ্গলবার বেলা ১০টা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, বগুড়ার নির্বাহী ম্যাজি স্ট্রেট লতিফ খান।
সান্তাহার শহর পুলিশ ফাঁড়ি ওসি মোঃ হাবিবুর রহমান।  এছারাও পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ এবং সড়ক বিভাগের লোক জন উপস্থিত ছিলেন।
সড়ক বিভাগের পক্ষ থেকে এক সপ্তাহ আগে নোটি শপ্রধান সহ সড়ক বিভাগের জায়গায় অবৈধ গড়ে তোলা স্থাপনা  সুরে নেওয়ার জন্য মাইকিং করা হয়।  ৩ দিন ব্যাপি অভিয়ানের প্রথম দিন সান্তা হার শহরের পশ্চিম ঢাকা রোড,হবির মোড়,পূর্ব ঢাকা রোড় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ উচ্ছেদ অভিয চালানো হবে বগুড়া চারমাথা পর্যন্ত। এরিপোট লেখা পর্যন্ত প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে শহরের হামিম, আনিকা পেট্রোল পাম্প, চাতাল মিলসহ বেশ কিছু ভারী স্থাপনা ভেঙ্গে গুরিয়ে দেওয়া  হয়।
হামিম ও আনিকা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী আদালতের স্থগি ত আদেশ দেখানোর পর ও ভাংচুর অভিযান থেকে রক্ষা পাননি।
সড়ক বিভাগ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আসা দুজ্জামান বলেন আম রা এক সপ্তাহে আগে অবৈধ স্থাপনা নিজ খরচে সরি য়ে নিতে নোটিশ দিয়েছি এলাকায় মাইকিং করা হয়েছে অভিয়ান কালে কোন দখলদারকে অতিরিক্ত সময়  দেওয়া যাবেনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *