আদমদীঘি (বগুড়ার) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার শহরের পৃথক দুটি অভিযান চালিয়ে চিহ্নিত এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ।
বুধবার বিকালে সান্তাহার পৌর শহরের কলসা সোনা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রামসহ জফির কাজির ছেলে জাহাঙ্গীর (৪০)কে ও একই দিন রাতে চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ নজরুলের স্তী রহিমা বেগম শুটকি (৪৬) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের পৃথক দুটি অভিযানে এক নারীসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করা হয়েছে। #