আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সান্তাহার রেলওয়ে ষ্টেশন থেকে রেলওয়ে থানা পুলিশ মোঃ নুর ইসলাম (২২) নামের এক ভুয়া টিসিকে গ্রেফতার করেছে।
সে বগুড়া সদর উপজেলার নুর মসজিদ জ্লাশ্বরী তলা এলাকার সোলেমানের ছেলে বলে জানাগাছে। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, নুর ইসলাম বুধবার সকালে সান্তাহার রেল ষ্টেশনে টিসি পরিচয় দিয়ে ট্রেন যাত্রীদের টিকিট কালেকশং এবং যাত্রীদের নানাভাবে হয়রানি করার অভিযোগে তাকে গ্রেফতার হয় এবং পরে তাকে জেলহাজুতে প্রেরন করা হয়েছে বলে থানার ওসি মোক্তার হোসেন নিশ্চিত করেন।