আদমদীঘি বগুড়া প্রতিনিধির ; মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের একটি দাঁতের চিকিৎসালয় থেকে তিন’শ নেশার ট্যাবলেটসহ মোকসেদ আলী ওরফে বিশু (৫৮) নামের এক গ্রাম্য চিকিৎসককে আটক করেছে সান্তাহার ‘খ’ সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল ।
মকসেদ আলী সান্তাহার শহরের নতুন বাজার এলাকার মাসুদ আলীর ছেলে ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, মোকসেদ আলী দীর্ঘ দিন ধরে তার চিকিৎসালয়ে নানা ধরনের নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করা হয় । এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) মনিরা সুলতানা অভিযানে উপস্থিত ছিলেন । এক পর্যায়ে চিকিৎসালয়ে তল্লাশী করে ওই পরিমান নেশার ট্যাবলেট (ইজিয়াম) জব্দ করা হয় ।
এ ঘটনায় সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে মোকসেদ আলীকে আসামী করে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন । আদমদীঘি থানার ওসি রেজাউল করিম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।