পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসকে জেল-হাজ তে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।বৃহস্পতিবার সকালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হা জির হয়ে স্থায়ী জামিন আবেদন করলে শুনানিন্তে বিজ্ঞ আদা লত জামিন না মঞ্জুর করে আনন্দ মোহন বিশ্বাসকে জেল হাজতে পাঠা নোর নির্দেশ দেন।
প্রসঙ্গত গত ১৭ জুলাই পাইকগাছা থানায় দায়েরকৃত ১০/২৫ নং রাজনৈতিক মামলার আসামি হিসেবে আদালতে আত্ম সমর্পন করেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর তার বিরুদ্ধে থানায় ৩ টি রাজনৈ তিক মামলা হয়। সবকটি মামলায় তিনি উচ্চ আদালতথেকে জামিনে ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে