আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নসরতপুর বাজার এলাকার বাসিন্দা সামছুল হক খন্দকার (৭২) দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত রোববার সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতা লে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করে ছেন (ইন্নালিল্লাহি—রাজি উন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে নাতি-নাত নীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে যান।
সোমবার বাদ জোহর নসরতপুর হাই স্কুল মাঠে মর হুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কর স্থানে দাফন করা হয়।