Breaking News

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় মোংলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন 

মোঃ আবু বকর সিদ্দিক, মোংলা (বাগেরহাট)::
সারাদেশের ন্যায় বাগেরহাটের মোংলাতেও যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনা য়তনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপা দ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জুবাইর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লা বের সভাপতি মোঃ আহসান হাবিব হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার আলম, বাংলাদেশ জাতীয় তাবাদী দল (বিএনপি) মোংলা উপজেলা শাখার সভা পতি  মোঃ আব্দুল মান্নান হাওলাদার এবং জামায়াত নে তা আনিচুর রহমান সহ  ১০৪টি সমবায় সমিতির সভা পতি এবং সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় হলো উন্নয়নের মূল ভি ত্তি। সমাজে সাম্য, ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অনন্য।
দেশকে আত্মনির্ভরশীল ও টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে সমবায় ব্যবস্থার সম্প্রসারণ অপরিহার্য।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমবায় এমন একটি পদ্ধতি, যা সমাজের প্রান্তিক মানুষকে মূলধারায় নিয়ে আ সে। একে অপরের সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।”
তিনি আরও বলেন, সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়, যে খানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষ ক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ আ য়ো জনে দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সমবায় ভিত্তিক উদ্যোগের মাধ্যমে সমাজে বৈষম্য দূরীকরণে এক যোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।#

About admin

Check Also

দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, ক রিমনসহ বিআরটিসি’র …