সিংড়া,(নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় বজ্রপাতে আয় শা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপ জেলার আগপাড়া শেরকোল গ্রামে এঘটনা ঘটে। মৃত আয়শা উপজেলার নাগরকান্দি গ্রামের রাজু আহমেদ এর মেয়েএবং আগপাড়া শেরকোল গ্রামের সুলতান আহমেদ এর নাতনী।
স্থানীয়রা জানান, আগপাড়া শেরকোল গ্রামের সুলতান আহ মেদ’র বাড়িতে শিশুটিকে রেখে তার পিতা-মাতা রাজধা নীর একটি গার্মেন্টেস এ কাজ করেন। বুধবার বিকালে সুলতান আহমেদের বাড়ির উঠানে বজ্রপাত পাড়ে, বিকট শব্দে শিশু টির মৃত্যু হয় বলে তারা জানিয়েছেন।
ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কবির হোসেন মৃত্যুর বিষ য়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ( ১০অক্টোবর) সকাল ৯টায় তাকে দাফন করা হয়েছে।