সিংড়া,(নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় এক স্কুলছাত্রী কে অপহরণের দায়ে আরিফ হোসেন নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সাথে ২০হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদায়কৃত টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আ দালত।

এসময় দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন. উপজেলার সোহাগবাড়ি গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ২০১৬সালের ২৪ মে আরিফ হোসেন বন্ধুদের সঙ্গে নিয়ে নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে মাইক্রোবাসে করে বগুড়ায় নিয়ে যায়।

সেখানে নিয়ে মেয়েটিকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় মেয়েটির মা আরুনা বিবি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা লে মামলা করেন।

মামলাটি তদন্ত কর্মকর্তা সিংড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (

এসআই) দেবব্রত দাস তদন্ত শেষে একই বছরের ১৫নভেম্বর আদালতে চার্জশিট দেন। মামলার সাক্ষ্য প্রমাণ ও প্রয়োজনী য় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (০৮ অক্টোবর)

নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *