রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস পিলার এলাকায় বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে ঠাকুর গাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান।
নিহত ২৮ বছর বয়সী রাজু মিয়া বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে।
ওসি ফিরোজ বলেন, “গরু চোরাকারবারিরা নগরভিটা সীমা ন্ত এলাকায় গেলে বিএসএফের সদস্যরা রাজুকে দেখ তে পেয়ে গুলি করতে শুরু করে।
এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”