নীলফামারী প্রতিনিধি:, ১৪ ডিসেম্বর শনিবার, ২০২৪, ন্তর্বর্তী সরকার যদি সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চি ত করতে না পারে তাহলে দ্রুত তারা গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
আজ উত্তরবঙ্গের জেলা শহর নীলফামা রীতে এবি পার্টি আয়োজিত সাংবাদিক দের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
দলের অপর শীর্ষ নেতা ও যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন; অধিকার বঞ্চনার জায় গা থেকে সমাধান বের করার রাজনীতি হলো এবি পার্টির রাজনীতি।
অতীতে আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শত প্রতিবন্ধকতা মাড়িয়ে রক্ত ও জীবন দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরী করেছি, একে সফল করে তুলতেই হবে।
আজ বেলা ১২ টায় নীলফামারী প্রেসক্লাবে এই মতবিনি ময় সভা অনুষ্ঠিত হয়।
জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মাও লানা লিয়াকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জনাব মঞ্জু বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করে ছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতেই অনেক গুলো মৌলিক সংস্কার দরকার।
এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখ ন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে।
আমরা তাই সরকারকে বলছি আরও সতর্ক হোন, আন্ত রিকতা দিয়ে কাজ করুন। এ জাতি আর আশাহত হতে চায়না।
জেলা সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ থাড়াও উপস্থিত ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জন নেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব অ্যাড ভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মেহেদী হাসান চৌধুরী পলাশ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।
3 thoughts on “সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে:মজিবুর রহমান মঞ্জু”
  1. সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে:
    —— মজিবুর রহমান মঞ্জু

  2. You’re so cool! I don’t think I’ve truly read through
    anything like this before. So wonderful to
    find somebody with a few genuine thoughts
    on this subject. Really.. thanks for starting this up.
    This site is one thing that is required on the web, someone with some originality!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *