Breaking News

সুস্থভাবে জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই:এসএস এনামুল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় লস্কর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বৃহস্প তিবার বিকালে সোলাদানার বয়ারঝাপা ফুটবল মাঠে বয়ারঝাপা পূর্ব পাড়া যুবসংঘ টুর্নামেন্টের এ ফাইনাল খেলার আয়োজন করে।
খেলায় লস্কর ফুটবল একাদশ ও রেজাউল ফুটবল একাদশ মুখো মুখি হয়।
নির্ধারিত সময়ে গোল শুন্য ড্র হলে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী রেজাউল ফুটবল একাদশ কে ৩-১ ব্যব ধানে পরাজিত করে লস্কর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি এস এম এনামুল হক বলেন সুস্থভাবে জীবন যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
ক্রীড়া মনকে আনন্দ দেয় এবং শরীর সুস্থ রাখতে সহায়তা করে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকান্ড থেকে যুব সমাজকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানু ষের মনকে সতেজ করে তোলে।
তিনি আরও বলেন, সামাজিক স¤প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি তে খে লাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। এ ধরনের খেলাধুলার আয়ো জন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল রাখবে।
তাই দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়ো জন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইকবাল খান এর সভাপতিত্বে ও জুবায়ের হোসেনের পরিচাল নায় অনুষ্ঠা নে উপস্থিত ছিলেন, সোলাদানা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযু ষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর সর দার, ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালী, প্রবীর কুমার গোলদার, কলে জ ছাত্রদলের সভাপতি জি,এম, রাশেদুজ্জামান, বিএনপি নেতা ইসরাফ্রিল মোড়ল, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল গফুর, মিজান, আলাউদ্দিন মোড়ল, রকি বিশ্বাস, আলম, আজহারুল ইসলাম, মনিশংকর ও আবুবক্কর।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …