মুহাঃ জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খাল কে দেশের মধ্যে দৃষ্টিনন্দন এক টি জলপথ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নি য়েছে জেলা প্রশাসন।
খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক সে খানে রোপন করা হবে বিভিন্ন ধরনের দুই স হাস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ।
খালের ময়লা আর্বজনা পরিষ্কার করে নিশ্চি ত করা হবে পানির প্রবাহ।
প্রয়োজনীয় সংষ্কার শেষে পর্যায়ক্রমে খালে র দুই পাড়ে ওয়াক ওয়ে নির্মাণ করার পাশা পা শি প্রাণসায়েরের সৌন্দর্য বর্ধন করা হবে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রাণ সায়ের খাল সংস্কার কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত এক জরুরী সভায় এ উদ্যো গের কথা জানান জেলা প্রশাসক মোস্তা ক আহমেদ।
সভায় খাল সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আ লোচনা করা হয় এবং পরবর্তী কার্যক্রম নির্ধা রণ করা হয়।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রা ণ সায়ের খাল সাতক্ষীরার একটি ঐতিহ্যবা হী ও গুরুত্বপূর্ণ জল পথ।
আমরাএ খাল কে দেশের মধ্যে অন্যতম দৃষ্টি নন্দন জলপথে পরিণত করতে চাই।
আমরা প্রথম ধাপে খাল সংস্কার কর্মসূচির গ্র হণ করে ছি। পর্যায়ক্রমে সড়কথেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসকের পরিকল্পনা অনুযায়ী শনি বার (২ নভে ম্বর) সকালে একযোগে প্রাণ সা য়ের খালের দুই পাড়ে ২ হাজার বিভিন্ন প্রজা তীর ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণকরা হচ্ছে।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, বেসরকা রি সংস্থা, পরিবেশবিদ, শিক্ষার্থী এবং সেচ্ছা সেবী সংগঠন গুলোকে উপস্থিত হওয়ারজন্য অনুরোধ জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপ স্থিত ছিলেন, স্থানীয় সরকা র বিভাগ সাতক্ষীরার উপ পরি চা লক মাসরুবা ফের দৌস, অতিরিক্তজেলা প্রশা সক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলা ম মঈন, জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার, সাবেক পৌর মে য়র তাস কিন আহমেদ চিশতী, সাত ক্ষীরা জেলা জা মা তের নেতা নুরুল হুদা, সদর উপজেলা নি র্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, সাত ক্ষীরা পৌরসভার নির্বাহী কর্ম কর্তা ইশতি য়াক আ হমেদ, রাজনৈতিক দলের প্রতিনিধি ,বি ভিন্ন সামাজিক সংগঠ নের প্রতিনিধি,এন জিও প্রতিনিধি, ছাত্র প্রতিনি ধিসহ সরকারি বেস রকারি বিভিন্ন প্রতিষ্ঠা নের কর্মকর্তারা।
প্রসঙ্গতঃ সাতক্ষীরা জেলার পৌর এলাকার প্রাণ কেন্দ্রে ১৮৬৫ সালে তৎকালিন জমিদার প্রাণনাথ রায় চৌধুরী শহরের পানি নিষ্কাশন এবং নৌ-চলাচলের জন্য এল্লা রচর নামক স্থান হতে একটি খাল খনন শুরু করেন।
যা সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মরিচ্চাপ নদী এবং নৌখালি খালকে সংযুক্ত করেছে।
খালটির আনু মানিক দৈর্ঘ্য প্রায় ১৩ কিলো মিটার ও প্রস্থ প্রায় ২০০ মিটার।
পরবর্তীতে জমিদার প্রাণনাথ রায় চৌধুরী না মেই খালটির নাম হয় প্রাণসায়েরখাল।
খালটি শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু বহু বছর ধরে খালটি দখল ও দূষণের শিকার। ২০২০ সালে প্রায় ১০ কোটি ব্যয়ে খা লটি খনন করেছিল পানি উন্নয়ন বোর্ড (পা উবো)।
কিন্তু চার বছর না যেতেই ময়লার ভাগাড়ে পরিণত হয় খালটি।
এছাড়া ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় শহ রের পানি প্রাণসায়ের দিয়ে প্রবাহিত হতে নাপেরে পৌর শহরের প্রায় অর্ধেক এলাকা এখনো জলমগ্ন হয়ে আছে।