মোঃ ফখরুল ইসলাম,( যশোর)ঃ যশোরের চৌগাছার স্বরূপদাহ গ্রামে র মিয়া বাড়ির সুনাম এক সময় যশো র জেলার খ্যাত ছিল। আস্তে আস্তে তা বিলীন হয়ে যাচ্ছে।

অথচ এক সময় চৌগাছা ওস্বরুপদাহ গ্রামসহ এলাকায় সব কাজে তাদের অংশ গ্রহণ ছিল।

তারা গ্রামের সামাজিক কাজ ও বিচার কাজে একক ভাবে নেতৃত্ব দিত স্বরূপদাহ মিয়া বাড়ির সদস্যরা।

এ অঞ্চলে স্বরুপদাহের মিয়াদের পৃষ্টপোষকতায় চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যাল য়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্টান গড়ে উঠেছে । শাহাদৎ মিয়ার নামে স্কুলটি নাম করন করা হয়।

 সেই মিয়াদের উত্তরসূরীরা বেঁচে থাকলেও তাদের কোন ভূনিকা তেমন চোখে পড়ে না। তাদের কর্ম কান্ড এখন শুধুই স্মৃতি।

স্বরূপদাহ মিয়াদের বংশ পরিচিতি — খাতের মন্ডলের তিন ছেলে ছিল। ১। শাহাদত বিশ্বাস ২। জয়নাল বিশ্বাস ৩। খালেক বিশ্বাস ।
শাহাদাৎ বিশ্বাসের দুই ছেলে ছিল। ১। আলা মিয়া। ২। কামাল মিয়া। জয়নাল বিশ্বাসের তিন ছেলে ছিল। ১। গিয়াস মিয়া। ২। মাঈনুদ্দীন মিয়া। ৩। আশা মিয়া। খালেক বিশ্বাস এক ছেলে ছিল। ১। মুকুট মিয়া।

এ বিযয়ে স্বরুপদাহ ইউপি চেয়ারম্যা ন নুরুল কদর, স্বরুপদাহ ইউনিয়মের সম্ভাব্য (আসন্ন) ইউপি চেয়ারম্যান প্রাথী উপজেলা জামায়াতের যুগ্ন সম্পাদক মাও: মোঃ গিয়াস উদ্দীন, টিপু সুলতান,আনিসুর রহমান শহি দুল ইসলাম, মাহমুদুল হকসহ অনে কেই বলেন স্বরুপদাহ গ্রামের মিয়া বাড়ির সদস্য,শাহাদৎ বিশ্বাস, গিয়াস উদ্দীন মিয়াসহ সকলেই ছিল খুবই মানবিক।

তারা এ অঞ্চেলের মানুষের বিপদের সময় পাশে দাঁড়া তেন। তাদের জন কল্যানমূলক সব কাজে তাদের অং শিদারি ত্ব ছিল।এ অঞ্চলের তাদের জন কল্যান মূলক কর্মকান্ড গুলো এখন শুধুই স্মৃতি।