মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ
হিসেবে স্মার্ট ঝিনাইদহ বিনির্মাণে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক এম এম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্টের কর্মকর্তা সামিউল ইসলামসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিনভর কর্মশালায় স্মার্ট ঝিনাইদহ বিনির্মাণে বিভিন্ন দপ্তর থেকে ২৬ টি ধারণা তুলে ধরা হয়। সেসময় তার বাস্তবায়ন ও চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় নানা বিষয়ে আলোচনা হয় কর্মশালা থেকে।