সুভাষ দাশ তপন, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব করা হয়।
স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগননা ২০২১ প্রকল্প থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষার্র্থীদের মধ্যে ট্যাব বিতরণ করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সুত্রধর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব প্রমূখ।