পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইরিয়াস কাঞ্চন বলেছেন, সড়কে চাল কের দায়িত্বশীলতার পাশাপাশি পথ চারীদের সড়কে চলাচলের কৌশল জানতে ও মানতে হবে। ৩২ বছ র আগে সড়ক দূর্ঘটনায় নিজ স্ত্রীকে হারিয়ে সড়কের নিরা পত্তায় আন্দোলনে রাজপথে নামেন তিনি।
প্রতিদিন ৩০/৩২ জন মানুষ বাংলাদেশে সড়ক দূর্ঘট নায় মারা যান। সড়কে মৃত্যুরহার কমাতে সড়ক সচেতনতার বিকল্প নেই। আমার সড়কের নিরাপত্তা আমাকেই নিতে হবে।
মঙ্গলবার সকালে পাইকগাছার কপিলমুনি ধান্য চত্ত্বরে নিরাপদ সড়ক চাই আয়োজিত ছাত্র, শিক্ষক, সূধী সমাবেশে প্রধান অতি থির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন- একটি মৃত্যু, অনেকের সারাজীবনের কান্নার কারণ।
তাই সড়ক দূর্ঘটনা এড়াতে আমাদের সম্মিলিত সচেুনতার বিকল্প নেই।
নিরাপদ সড়ক চাই (নিসচার) পাইকগাছা শাখার সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ,এম শফিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলা মীর কেন্দ্রীয় সূরা সদস্য মাও: আবুল কালাম আজাদ, বিএ নপির পাইকগাছা শাখার সভাপতি ডা: আব্দুল মজিদ, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবু ল্ল্যাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যাম ন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, মেহে রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা রআক্তার শম্পা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীপ্ত নিউজের সম্পাদক শেখ দীন মাহমুদ, প্রেস ক্লাবের সদস্য সচিব আমিনুল ইসলাম বজলু, বিএনপি কপিলমুনি শাখার সভাপতি শেখ আনারুল ইসলাম, সাংবাদিক নেতা শেখ সেকেন্দার আলী, নিসচার পাইকগাছা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মো: ইলয়া স হোসেন, বুলবুল আহম্মেদ, রবিউল ইসলাম, তপন পালসহ বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষাথী, শিক্ষক, রাজ নৈতিক নের্তৃবৃন্দ, অভিভাবক, সূধী সমাজের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *