Breaking News

হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুর রহিম ওরফে স্বাধীন মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। স্বাধীন মাস্টার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়। গত বছরের ৫ আগস্ট জয়পুরহাট সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা ও হত্যাচেষ্টার মামলার অন্যতম আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারের পর তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

About নিউজ ডেক্স

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …