ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলার ৪ নং দৌলতপুর
ইউনিয়নের কেবি একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা প্রশাসন ও
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বাল্যবিবাহ,।
সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও আত্ম হত্যা, নারী ও শিশু পাচার, ইভ টিজিং ও স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধ, বয়োঃস ন্ধিকা লীন স্বাস্থ্য সচেতনতা, জন্ম-মৃত্যু নিবন্ধন এবং শিক্ষার্থী দের আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা, এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক কর্মচারীসহ
শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সা মাজিক ব্যাধি, সমাজে।সচেতনতার অভাবে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়। এতে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণের ফলে মা।রাত্মকভাবে ঝুঁকিতে পড়তে হয় তাদের।
এছাড়া বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও আ ত্মহত্যা, নারী ও শিশু পাচার, ইভটিজিং প্রতিরোধে নানা আলোচনা করেন। এব্যাপারে সবাইকে সাথে নিয়ে সা মাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানান।
Bartabd24.com সব খবর সবার আগে
seo partner program http://optimizaciya-i-seo-prodvizhenie-sajtov-moskva.ru .