আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ হেলমেট বাহিনী বগুড়ার সান্তাহারের বিশিষ্ট ব্যবসায়ী জনি (৩৫) ওপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে করে এক হাত ও এক পা ভেঙ্গে ফেলে
পালিয়েগাছে।
পরে স্থানী লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদও হাসপা তালে ভর্তি করেন ।
সে বগুড়ার সান্তাহারের বিশিষ্ট ব্যবসায়ী মৃত আবু বক্কও সিদ্দিকের ছেলে। ঘটনার পর সংবাদ পেয়ে নওগাঁ সদও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাযায়, বুধবার রাত ৯ টারদিকে ব্যবসার কাজ শেষে নও গাঁ থেকে মটরসাইকেল যোগে বাড়ি ফিরার পথে সান্তাহা র-নওগাঁ সড়কের মল্লিকা হোটেলের নিকট পৌছালে ৮-১০
জনের একদল হেলমেট বাহিনী তার মটরসাইকেলের সামনে মটারসাইকেল দিয়ে ব্যারিকেড দিয়ে তার ওপর হামলা চালি য়ে অপর্যপুরী আঘাত করে এক হাত এক পা ভেঙ্গে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে স্থনীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদও হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পর নওগাঁ সদও থানা পুলিশ ঘটনাস্থল রিদর্শন করেছে। এরিপোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি তবে ভক্তভুগি পরিবার জানিয়েছেন মামলার প্রস্তুতি চলছে।