Related Articles
রোববার সকালে তারা ঝিনাইদহের কালীগঞ্জ মোবারক গঞ্জ চিনিকল মিলস গেটে মানববন্ধন শেষে শিল্প উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি অত্র মিলের এমডির নিকট প্রদা ন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, অত্র মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাইচুটি বাবদ ১০ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে।
এ সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন অত্র মিলের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম।
মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহম্মদ ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল জানান, অত্র মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও শিল্প মন্ত্রনা লয়ের অধিন একটি রাষ্টায়াত্ব স্বায়তশাষিত প্রতিষ্টান।
নেতৃবৃন্দরা বলেন, পাওনা টাকার দাবীতে তারা আগামী ২৬ অক্টোবর বিসিআইসির সদর দপ্তরে বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন সহ প্রধান উপদেষ্টা বরাবর স্বারক লিপি দিবেন।
মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনম জোবায়ের হোসেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকে য়া পাওনা টাকার কথা স্বীকার করে বলেন, স্বারকলিপির কপিটি চিনি শিল্পের হেড অফিসে প্রেরন করা হয়েছে। হেড অফিসই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।
Bartabd24.com সব খবর সবার আগে
১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে
মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন
Electric.pl to nowoczesny sklep internetowy dla branży elektrycznej i elektronicznej.
W ofecie znajdują się kable, przewody, aparatura elektryczna, oraz różnego rodzaju osprzęt do instalacji.
Dodatkowo sklep oferuje produkty do fotowoltaik i pomp ciepła.
Sklep zapewnia szybkie i wygodne zakupy online.
Dzięki fachowej obsłudze każdy klient otrzymuje wsparcie w zakupach.
To idealne miejsce dla wszystkich, którzy cenią nowoczesne rozwiązania. https://Electric.pl/