Breaking News

১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে নেওয়া হলো সেনানিবাসের সাবজেলে

ডেস্ক নিউজ:মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মাম লার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্ত রের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।

আজ সকাল ১০টার দিকে এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যু নাল প্রাঙ্গণে থাকা কারা কর্তৃপক্ষের প্রিজন ভ্যানে তোলা হয়। পরে সবুজ রঙের প্রিজন ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ত্যাগ করে।

১৫ সেনা কর্মকর্তার আইনজীবী এম সরোয়ার হোসেন আজ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের বলেছি লেন, তাঁর মক্কেলদের সাবজেলে (উপকারাগার) রাখা হবে।

পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ১৫ সেনাসদস্যকে ঢাকা সেনানিবাসের যে সাবজে লে রাখা হয়েছে, সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

 

About admin

Check Also

ডুমুরিয়ার বিভিন্ন বিলে অতিথি পাখির আগমন, পাখি শিকারীরা তৎপর

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।প্রাকৃতিতে শীতের আমেজ শুরু হতে না হতেই ডুমুরিয়া উপজেলার বিভিন্ন বিল …

4 comments

  1. ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে নেওয়া হলো সেনানিবাসের সাবজেলে

  2. купить диплом в кропоткине http://www.rudik-diplom7.ru/ .

  3. купить диплом в пензе http://rudik-diplom11.ru/ .

  4. купить диплом врача с занесением в реестр купить диплом врача с занесением в реестр .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *