Breaking News

২০০ আসনে বিএনপি প্রার্থীদের সবুজ সংকেত চলতি সপ্তাহে’

ডেস্ক নিউজ: চলতি সপ্তাহে  ২০০ আসনে বিএনপি প্রার্থী দের গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থা য়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসা য় সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনে অনেকগু লোতে বিএনপি সম্মত হয়েছিল।

তবে ২০/১ উপ-ধারা অনুযায়ী জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারতে ন।

এতে বিএনপি আশ্বস্ত ছিল কিন্তু যেভাবে আরপিও পাশ হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসা হিত হবে না। ছোট দলের বড় নেতারা সুযোগ পাবেন না এমন হলে।

তিনি আরও বলেন, এ ধরনের আরপিও একতরফাভাবে কেন পাশ করা হলো। বহুদলীয় সমৃদ্ধ সংসদ দেখতে চায় বিএনপি।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুনঃবিবেচনা করার আহ বান জানি য়ে বলেন, আপত্তি জানিয়ে চিঠি দেবে তার দল।

About admin

Check Also

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা তাইফুল ইসলাম টিপুর

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি। নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ম নোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *