Breaking News

৮দফা দাবিতে সিএইচসিপিদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি:
বকেয়া বেতনভাতা পরিশোধ ও সকল বৈষম্য নিরসনসহ ৮দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করে ছে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার (সিএ ইচসিপি) এসোসিয়েশন খুলনা বিভাগীয় শাখা।

বুধবার (২২ অক্টোবর) বিকালে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের সামনে তারা এই কর্মসূচি পালন করে।

সংগঠনের ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিটির সভা পতি তারিকুজ্জামান, সাধারণ সম্পাদক খাইরুল হা সান খান, যশোর জেলার সভাপতি আসলাম উদ্দিনসহ খুলনা বিভাগের ১০টি জে লার সভা পতি-সাধারণ সম্পাদকসহ ঝিনাইদহের সকল সিএইচ সিপিরা।

মানববন্ধন থেকে তারা ২০২৪ সালের জুলাই মাস থেকে ১৫ মাসের বকেয়া বেতন পরিশোধ, ১বছর মেয়াদি ইন সার্ভিস ট্রেনিং, ১২তম গ্রেডে উন্নীতকরণ, সাধারণ ভবি ষ্যৎ তহবিল চালু, চাকরি প্রবিধা নমালা প্রনয়ণ, নিয়মিত ইনক্রিমেন্টসহ বেতন কাঠামো তৈরি, ২৩ সালে নিয়ো গকৃ তদের দ্রুত বেতনভাতা চালু, ক্লি নিকে রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বরাদ্দের দাবি করা হয়।

About admin

Check Also

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‌্যালী

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি’র জনসভা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *