নড়াইল প্রতিনিধি :নড়াইল জেলার কালিয়া উপজেলায় ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ ১৪৩০উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা, জাতীয় সংগীত, বৈশাখী সংগীত এবং আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং শিল্পকলা একাডেমির ছাত্র ছাত্রী সহ সকল সদস্য বিন্দু ঐতিহ্যবাহী পোষাকে বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে।

র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যলয়ের সামনে এসে শেষ হয়। ।

র‌্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, উপজেলার নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা শিল্প কলা একাডেমি যুগ্ম-সম্পাদক পুলক কুমার ঘোষ, প্রমুখ নেতৃত্ব দেন।

এছাড়া বরাবরের মত এবারও বর্ণাঢ্য আয়োজনে কালিয়া , মাউলীসহ উপজেলার বিভিন্ন স্থানে উৎসব মুখর পরিবেশে শত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *