হাবিব ওসমান,ঝিনাইদাহ:
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ মীনা বস্ত্র বিতান নামে  একটি পোশাকের দোকান সিলগালা করেছেন ঝিনাইদহ  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
উল্লেখ গত শুক্রবার কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংকের নিচে মিনা বস্ত্র বিতানের  মালিক কর্তৃক পন্যের মূল্য কম বলায় এক বৃদ্ধ ক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়। এরই সূত্র ধরে  ব্যবসা প্রতিষ্ঠানটি সিলগালা করেন ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মীনা বস্ত্র বিতানটি সিলগালা করা হয় এবং  আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় পরিবেশবাদী, মানবাধিকার কর্মী ও  কালীগঞ্জ সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবু পদ বিশ্বাস, কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির  সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, গত শুক্রবার বৃদ্ধ এক ক্রেতাকে মারধর করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভোক্তা  অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে তদন্ত সাপেক্ষে সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা ও আগামী ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *