আকিমুল ইসলাম,চুয়াডাঙ্গা থেকে ঃ
চুয়াডাঙ্গার জীবননগর নিখোঁজের চারদিন পর আবু সাইদ (৩২) নামের এক অর্ধ গলিত লাশ উদ্ধার। বৃহস্পতিবার(৬ এপ্রিল) জীবননগর পৌর সভার আশতলা পাড়ায় নির্মাণধীন একটি ভবনের লিফটের বেজমেন্ট থেকে তার উদ্ধার করা হয়েছে।
নির্মাণধীন বিল্ডিং এর ঠিকাদার সাজু মিয়া জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ভবনের কাজের জন্য মিস্ত্রিরা গেলে ভিতরে তারা পঁচা গন্ধ পেতে থাকে।
বিষয়টি প্রথমে আমারা বিড়াল বা কুকুরের মরদেহ গন্ধ ছড়াচ্ছে বলে অনুমান করি।
তারপর তারা ভালো ভাবে খোঁজাখুজির একপর্যায়ে দেখতে পেলাম যে লিফটের বেজমেন্টের নিচে জমে থাকা পানিতে একটা মরদেহ ভাসছে।
পরবর্তীতে আমরা বিষয়টি  আসপাশের লোকজনকে ও পুলিশে খবর দিই।
নিহত আবু সাইদ (৩২) জীবননগর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডে জুতা ব্যবসায়ী আব্দুর রইচের ছেলে।
নিহতের বাবা আব্দুল রইচ বলেন, আমার ছেলে গত ২ তারিখে ফজর নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরিনি।
আমি এব্যাপারে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করি।
কিন্তু চারদিন অতিবাহিত হলেও আমার ছেলের সন্ধান না পেয়ে আজ সকালে একটা মরদেহ খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে পরনে জামা কাপড় দেখে চিনতে পারলাম এটাই আমার ছেলের মৃতদেহ।
এব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)নাসির উদ্দিন মৃধা জানান,আমাদের কাছে আজ সকালে খবর আসে আঁশতলাপাড়া নামক স্থানে নির্মাণাধীন একটি বাড়ির লিফটের বেজমেন্টের নিচে একটি লাশ পাওয়া গেছে।
তাৎক্ষনিক আমি সহ আমার অন্যান্য অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহণ করি।
সুরতহাল ও ময়না তদন্ত রিপোর্টের আগে মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়া যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *