মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
নারী শ্রমিকদের অধিকার রক্ষায় ঝিনাইদহে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

মহান মে দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থান ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে সকালে শহরের পায়রা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নারী শ্রমিক, গার্মেন্টস কর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সেসময় উই’র নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল,এনজিও কর্মী সাবিয়া খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা, হোম বেজইড গার্মেন্টস নারী শ্রমিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য মালিক-শ্রমিকসহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *