• রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃজমির পাকা ধান তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ঠাকুরগাঁও সদর মোহাম্মদপুর ইউনিয়নের দরিদ্র কৃষক আফতাব উদ্দিন। ধান কাটা বিষয়টি ছাত্রলীগের সভাপতি জানতে পেরে প্রায় ২ বিঘা জমির  ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন ছাত্রলীগের নেতারা।

    শনিবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার ছাত্রলীগের সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা বিভিন্ন জায়গায় তারা ধান কেটে বাড়িতে তুলে দেন।সেই ধারাবাহিগতায় সেই দরিদ্র কৃষক আফতাব উদ্দিনের দুই বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে এ কর্মসূচি পালন করেছেন বলে, এসময় ধান কাটা ও বাড়ি পৌঁছে দেওয়ায় অংশ নেন ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা সভাপতি আজাহারুল সহ উপজেলা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

    এর আগে সোমবার (২৪ এপ্রিল) ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহবান জানায় বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় ধান কেটে এমনকি মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিচ্ছে বিভিন্ন জেলার ছাত্রলীগ কর্মীরা।

    মোহাম্মদপুর,জামালপুর,গড়েয়া,শিবগঞ্জ,ভাইলারহাট সহ বিভিন্ন জেলায় দেখা গেছে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেয়ার দৃশ্য। তবে এ ক্ষেত্রে পিছিয়ে নেই নারী নেত্রী ও সদস্যরাও। তারাও তাল মিলিয়ে কাজ করছেন পুরুষ কর্মীদের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *