রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত স্বপ্ন জগত পার্কে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অপরাধে যুবক-যুবতী ও পার্কের দুই কর্মচারীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

জানা যায়, ঘুরতে এসে মঙ্গলবার বিকেলে স্বপ্ন জগত পার্কের ভেতরে একটি গোপন কক্ষে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় হাতেনাতে ওই যুবক-যুবতিকে আটক করে পুলিশ। এসময় তাদেরকে সহযোগিতা করার অপরাধে পার্কের দুই কর্মচারীকে আটক করে নিয়ে যাওয়া হয় নির্বাহী অফিসারের কার্যালয়ে।

এ ঘটনায় পরে আটকদের নিয়ে সন্ধ্যায় সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৪ জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান ভোরের ডাককে বলেন, পরবর্তীতে পার্কের ভেতরে যাতে আর এমন কার্যকলাপ না ঘটে. তার জন্য পার্কের মালিক সারওয়ার চৌধুরীকে সতর্ক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *