তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানোরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মামলাবাজ হাতেম আলীর দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ বলে অভিযোগ  উঠেছে।
স্থানীয়রা জানান, মামলাবাজ হাতেম আলীর মিথ্যা মামলার খপ্পরে পড়ে অনেক কৃষক পরিবার সর্বশান্ত হয়েছে। কিন্ত্ত তার  লাঠিয়াল বাহিনীর ভয়ে প্রকাশ্যে কেউ কোনো প্রতিবাদ করতে পারছে না।
হাতেম আলীর পেশী শক্তির কাছে গ্রামের সাধারণ মানুষ অনেকটা জিম্মি হয়ে পড়েছে। সম্প্রতি পুর্ববিরোধের প্রতিশোধ নিতে হাতেম আলী বাদি হয়ে ছাঐড় গ্রামের মৃত তাহের উল্লার পুত্র লুৎফর রহমানের (৬০) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে আদালতে মিথ্যা
মামলা করেছে। অথচ প্রায় ৬ মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে শয্যাশয়ী হয়ে আছে বয়সের ভারে নুজ্য লুৎফর রহমান। এদিকে অসুস্থ লুৎফরের বিরুদ্ধে মামলার খবর জানাজানি হলে গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী সরেজমিন তদন্তপুর্বক হাতেম আলীর বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।
লুৎফর রহমানের পুত্র আয়ুব আলী ও আব্দুল বলেন, তাদের বাবা প্রায় ৬ মাস যাবত শয্যাশয়ী একা একা ঠিকমতো চলাফেরা করতে পারে না। হাতেম আলীর করা মিথ্যা মামলার খবর শোনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছে। মাঝে মুর্ছা যাচ্ছে, যেকোনো সময় স্ট্রোক করে মারা যেতে পারে।
তারা বলেন, যদি এমন হয় তাহলে তার দায় নিবে কে ? তারা সরেজমিন তদন্তপুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ মিঞা বলেন, লুৎফর রহমান বয়সের ভারে নূজ্য তার পক্ষে জমি দখলের অভিযোগ হাস্যকর। এবিষয়ে জানতে চাইলে হাতেম আলী বলেন, আদালতে মামলা করেছি, সেখানেই সত্য মিথ্যা প্রমাণ হবে।
প্রসঙ্গত, কামারগাঁ ইউপির জেল নম্বর ১৭৮ ছাঐড় মৌজায়, আরএস ৯৮ নম্বর খতিয়ানে আরএস ২৯৭ নম্বর দাগে  ৫০ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমি মৃত বরকতুল্লার পুত্র তমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন।
সম্প্রতি  ধানোরা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মামলাবাজ  হাতেম আলী বহিরাগত ভাড়াটিয়া নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিরহ কৃষক তমিজ উদ্দিনের জমি দখল করেছেন বলেও অভিযোগ রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *