Breaking News

দেশে নির্বাচনের কোন পরিবেশ তৈরি করতে পারেনি সরকার’:রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধিঃ
‘দেশে নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার। মানুষের মনে এ নিয়ে সংশয় তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে কাজ করার দরকার ছিল সেভাবে তারা কাজ করতে পারছে না। পুলিশের মধ্যে ভয় কাজ করছে। কোনো

কিছু করেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা। এই অবস্থায় চলতে থাকলেআগামী নির্বাচন হবে সবচেয়ে সাংঘর্ষিক নির্বাচন।’

রবিবার (৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের হরিণাকু-ুতে গণ সংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এসব কথা বলে ন।
তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো যাতে বাধাহীন ভাবে সভা-সমাবেশ করতে পারে, গণসংযোগ করতে পারে এ দায়িত্ব সরকারের। গণঅভ্যুত্থাণের পরে আমার কাছে মনে হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। বরং দেশে হানাহানি, মারামারি ও বিদ্বেষ বেড়েই চলেছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘আপনারা নির্বাচনী পরিবেশ তৈরি করুন। ড. ইউনুস বলেছেন, আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তবে এখন পর্যন্ত সে পরিবেশ দেখা যাচ্ছে না।
সবগুলো দলকে ডেকে নিয়ে আলোচনা করে নির্বাচনী পরিবেশ ভালো করার উদ্যোগ নেন। তবেই আগামী নির্বা চন হবে ইতিহাসের সেরা নির্বাচন। সেরা নির্বাচন করার জন্য মুখের বুলিই শুধু শুনছি। রাজনৈতিক দলগুলোকে শান্তনার বানি শুনানো হচ্ছে।’

তিনি আওয়ামী লীগ সম্পর্কে বলেন আওয়ামী লীগের যারা কোন অপরাধের সংঙ্গে জড়িত নয় তারা স্বাভাবিক ভাবে বসবাস করতে পারবেন তাদের উপরে কোন ধরণের
হয়রানী করা হবেনা কিন্তু যারা এই নিষিদ্ধ সংগঠনের ডাকে মিছিল বা কোন কর্মসূচী করতে যাবেন তারা কিন্তু সাবধান হয়ে যান আপনাদের কোন ছাড় হবেনা।

এ সময় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আমরবিন মারুফ জিতু, হরিণাকু-ু পৌর গণ অ ধিকার পরিষদের আহবায়ক মখলেছুর রহমান টোকন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি রকিবুল হাসান রাকিব, সঅংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধি কার পরিষদের সভাপতি আব্দুল্লহ আল মামুন, সাধারণ সম্পাদক রিহান হোসেন রায়হান উপস্থিত ছিলেন্।

About admin

Check Also

শৈলকুপায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার

 মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের শৈলকূপা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত  …