রাকিবুল হাসান মাহমুদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে অবস্থিত সুয়া খালের উপর নির্মিত সুয়া ব্রীজ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘ সময় ধরে বোচাগঞ্জবাসীর কাছে নতুন এই ব্রীজটি দাবি হিসেবে ছিল। বহু প্রতীক্ষার পরে বোচাগঞ্জবাসীকে ঈদ উপহার হিসেবে নতুন সুয়া ব্রীজটি উপহার হিসেবে দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ব্রীজটি নির্মান করা হয়। নতুন এই ব্রীজটি হওয়ায় বোচাগঞ্জ, পীরগঞ্জ, রানরশংকৈল সহ ঠাকুরগাঁও অঞ্চলে যাতায়াত, পরিবহন ও যান চলাচলে সুবিধা তৈরি করবে। কমবে যানজট ভোগান্তি।
এছাড়াও বোচাগঞ্জ উপজেলা হলে পীরগঞ্জ সড়কে (সেনিহারী) ৩০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজে ভিত্তিপ্রস্তর স্থাপন, কিসমত দৌলতপুর হতে কুচিয়াকালা রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বোচাগঞ্জ হতে পীরগঞ্জ সড়কের ২৮০ মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ নবনির্মিত আরসিসি গার্ডার ব্রীজ (সুয়া ব্রীজ) এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আরও বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *