স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) ঃ ভোগ্যপণ্যরে বাজার মূল্য যৌক্তকি ও সহনীয় পর্যায়ে রাখার উদ্দেশ্যে সকল স্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেেছ পুঠিয়া-দুর্গাপুেরর সংসদ সদস্য ও পুঠিয়া উপজলো প্রশান। সোমবার (২৭ মার্চ) সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা প্রশান ও বানেশ্বর বণিক সমিতির আয়োজনে বানেশ^র হাটে এই মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ (পিএএ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী- ৫, পুিঠয়া-দুর্গাপরের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুিঠয়া উপজলো চেয়ারম্যান জি এম. হিরা বাচ্চু, উপজলো সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজজি, সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাসুম আলী।

সাবেক সাংগঠনকি সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগ আহসানুল হক মাসুদ, বানশ্বের ইউনিয়ন চেয়াম্যান আবদুর রাজ্জাক দুলাল,বানেশ্বর বণিক সমিতি সভাপতি জবের আলী প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *