রাকিবুল হাসান মাহমুদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩০ পালন করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়কপথ প্রদক্ষিণ করে।
সাধারণ নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয় পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ)। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে, জাতীয় সঙ্গীত, নববর্ষের গান, ছোটদের নৃত্য, কবিতা আবৃত্তি করা হয়। সাধারন সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে সবাই নববর্ষের আমেজ মিলেমিশে উপভোগ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *