রাকিব হাসান, মাদারীপুর:
মাদারীপুরে ২৩০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ মে) সন্ধ্যায় সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রনি হাওলাদার (৩৩)  তিনি ওই এলাকার মৃত গোলাম হোসেন হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, রনি হাওলাদার তার নিজ বাড়িতে বসে মাদক কেনাবেচা করছেন।
এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। আমরা তাকে তল্লাশি করতে চাইলে তার কাছে ইয়াবা থাকার বিষয়টি প্রথম দিকে তিনি অস্বীকার করেন।
পরে তাকে তল্লাশি করার সময়ে তার প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা ৪টি খেজুর পাওয়া যায়।
যেগুলো দেখতে অবিকল খেজুরের মতো। সেগুলো আসলে খেজুর নয়, প্লাস্টিক আর কাগজে বানানো নকল খেজুর। পরে সেই নকল খেজুরের মধ্য থেকে ৫০টি করে মোট ২শ পিস ও আরেকটি প্যাকেট থেকে ৩০টি ইয়াবা বের করে আনা হয়।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রনি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *