আন্তর্জাতিক ডেস্ক:এবার যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ভয়স্কর টর্নেডো ২৩ জনের প্রাণহানি হয়েছে।

গত শুক্রবার (২৪ মার্চ) রাতে রাজ্যটিতে ভয়াবহ টর্নেডো আঘাত হানে। ভয়াবহ টর্নেডোতে অধিকাংশ বাসিন্দা ভবনের নিচে চাপা পড়ে। খবর বিবিসি’র।

টর্নেডোর আঘাতে রাজ্যের বেশ কয়েকটি গ্রাম ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দশ হাজার মানুষ।

এদিকে দক্ষিণাঞ্চলের বেশ কিছু রাজ্য ঝড়ের কবলে পড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে। এছাড়া আরও কিছু রাজ্যে ভারি বৃষ্টি হতে পারে।

মিসিসিপির পশ্চিমাঞ্চলের বাসিন্দা রোলিং ফক বলেন, টর্নেডোর বাতাসের আঘাতে আমাদের ঘর ভেঙে গেছে।

আরও এক বাসিন্দা ব্রান্ডি সোয়া বলেন, এরকম ভয়াবহ টর্নেডো এর আগে কখনও দেখিনি। আমরা খুবই ছোট্ট একটা শহরে বসবাস করি।

কর্নেল নাইট অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তিনি ও তার স্ত্রী এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রোলিং ফর্কের এক আত্মীয়ের বাড়িতে ছিলেন এবং টর্নেডো আঘাত হানার পূর্বে সব কিছু শান্ত ছিল। হঠাৎ করেই সব কিছু লণ্ডভন্ড হয়ে যায়।

মিসিসিপির গভর্নর বলেন, টর্নেডোর পর উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে নেমেছে। এছাড়া মেডিকেল টিমও কাজ করে যাচ্ছে।

 

One thought on “যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে প্রান গেল, ২৩ জনের”
  1. যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে প্রান গেল, ২৩ জনের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *