শৈলকুপা (ঝিনাইদহ)সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষককে বিভিন্ন কন্দাল জাতীয় ফসল গোল আলু,মিস্টি আলু,মেটে আলু, ওলকচু, মুখীকচু,পানিকচু,লতিকচু জাত,প্রযুক্তি, রোগ-পোকামাকড়ের আক্রমন, প্রতিকার,জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা সম্পর্কে দিনব্যাপী এক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গত বুধবার সকাল ১০টা থেকে উপজেলার কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মো: শামিউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল হাসনাত,আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *