আনোয়ার হোসেন আলীরাজ, সিংড়া, নাটোর থেকে:
নাটোর জেলা আ’লীগের সদস্য, সিংড়া পৌর আ’লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেছেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের মুক্তিকামী সব মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ
আবাসভূমি বাংলাদেশ।

বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বুধবার (৩১ মে) সিংড়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরের হরিবাসর কমিটির কাছে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দেয়ার সময় তিনি এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় মন্দির পরিদর্শন, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা
কার্যক্রমের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক।

এছাড়াও নব-নির্মিত উপজেলা কেন্দ্রীয় মন্দিরের উন্নতিকল্পে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হরিবাসর কমিটির সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার সাহা, উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বাবু বিশ্বনাথ সাহা, সম্পাদক নীলমনি সাহা, উপদেষ্টা অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ সাহা, উপজেলা পরিষদের সিএ মো. মাহবুব হাসান প্রমুখ।
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে হাঁসের ঘর বিতরণ
আনোয়ার হোসেন আলীরাজ, সিংড়া, নাটোর থেকে:
নাটোরের সিংড়ায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর ও দশজন ঘাসচাষী খামারির মাঝে ৫ হাজার টাকা করে অনুদান বিতরণ করা হয়েছে।

অপরদিকে “তামাক নয়,খাদ্য ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের মত নাটোরের সিংড়ায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। বুধবার (৩১ মে) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে হাঁসের ঘর বিতরণ কার্যক্রমের
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম ইফতেখারুল ইসলাম,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, ভেটেরিনারি সার্জন রকিবুল হাসান সুজন, উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *