মুহা: জিললুর রহমান,সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ
বডারগার্ড (বিজিবি)। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় চোরাকারবারিদের ফেলে যাওয়া মটরসাইকেল থেকে ৭ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক স্বক্ষরিত এক বার্তায় স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

বার্তায় তিনি জানান, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরা গাজীপুর
সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে চোরাকারবারিরা। এমন তথ্যের ভিত্তিতে আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে বিজিবি সদস্যরা।

এ সময় চোরাকারবারীরা বিজিবির টহল বুঝতে পেরে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম যার। মূল্য
আনুমানিক ৬৮লক্ষ ৭৭ হাজার ৮ শ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *