আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ গত ২০১৯ সালের ২৮ মার্চ দুপুরে রাজধানীর বনানী এফ আর টাওয়ারে অগ্নিকান্ডে নিহত হয় তানজিলা মৌলি মিথি (২২) । সে বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর গ্রামের এ্যাডঃ মাসদুর রহমান ও মাতা ইয়াছমিনের এক মাত্র মেয়ে। তার মূত্যুর ৫ বছর পেরিয়ে গেলেও পরিবারসহ প্রতিবেশীদের মাঝে তার মূত্যু যন্ত্রনা এখনো নাড়াদেয়। মেয়ের শোকে তার মা ইয়াছিমন বেগম এখনো মাঝেমধ্যে অজ্ঞান হয়ে পরে। মূত্যুর মাত্র ৮মাস আগে মিথির বিয়ে হয় কুমিল্লার দাউদকান্দি।

সাম্বী রায়হানুল ইসলাম ইমন ইএস বাংলা বিমান এ্যারল্যান্সে চাকুরী করেন। বিয়ের পর থেকে সে স্বামীর ঢাকার মিরপুরে বসবাস করতো। মিথি মৌাল নিজেও চাকুরী নিয়ে এফ আর টাওয়ারের ১০ তালায় প্রতিদিন অফিস করেন। গত ২০১৯ সালে ২৮ মার্চ দুপুরে তার অফিসের টাওয়ারে হটাৎ আগুন লাগে। স্বামীকে মোবাইল ফোনে আগুল লাগার কথা জানালে স্বামী বলে তুমি ছাদে উঠে যাও।

এর পর বাবাকে কথাটা জানায়। এর পর আর কারোও সাথে কথা হয়নি। এদিন সন্ধ্যায় কর্মীটলার হাসপাতালে তার স্বামীও স্বজনরা হাতের আংটি,কানের দুলও ভ্যানিটি ব্যাগ দেখে তার লাশ সনাক্ত করা হয়।

তার ৫ম মূত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়ায় নিজ বড়িতে দোয়া অনুষ্টিতি হয়। ##

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *