Related Articles
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সান্তাহারে ট্রাক যোগে ডাকাতি করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক ফেলে রেখে ডাকাত দলের পলায়ন।
সংবাদ পেয়ে ট্রাকটি আটক করেছে নওগাঁ সদর থানা পুলি শ।
জানাযায়,রোববার ভোর রাতে একদল ডাকাত সান্তাহার শহরের পশ্চিম ঢাকা রোড বাইপাস সড়কের পাশে চৌধুরী মার্কেটের সামনে ঢাকামেট্রো-ন-১৯৫১৯৪ নম্বর মিনি ট্রাক ভিরিয়ে ৪/৫টি দোকানের তালা ভেঙ্গে মুখোশ পড়া এক দল ডাকাত মালামাল লুট করার সময় পাশের দোকা নে ঘুমিয়ে থাকা এক যুবক টের পেয়ে মাসুদ চৌধুরী নামে র এক দোকান মালিকে জানান,মার্কেটে ডাকাত দল ঢুকে ছে।
তিনি বিষয়টি জানার পর তাৎক্ষণিক সান্তাহার শহর পু লিশ ফাঁড়ির ওসি মোঃ হাবিবুর রহমানকে জানালে তি নি সঙ্গীও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে ডা কাত ট্রাক নিয়ে দ্রুত পালাতে থাকে।
এসময় পুলিশ ডা কাত দলের পীছুনে ধাওয়া করলে ডা কাত দল নওগাঁ বি ডির ক্যাম্প এলাকায় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ফে লে রেখে ডাকাত দল পালিয়ে গাছে।
সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ট্রাকটি আটক থানায় নিয়ে গাছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ি ওসি মোঃ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপ স্থি ত হয়ে ডাকাত দলকে ধাওয়া করে আটক করার চেষ্টা করা হয়েছে।
তারা ধাওয়ার মুখে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে গেলে পরে নওগাঁ সদর থালা পুলিশ ডাক্তার আটক করে নিয়ে যায়। #
Bartabd24.com সব খবর সবার আগে
সান্তাহারে ব্যবহৃত ট্রাকটি রেখে ডাকাত দলের পলায়ন : ট্রাকটি আটক