আনোয়ার হোসেন আলীরাজ.সিংড়া,(নাটোর।
নাটোরের সিংড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১মে) দুপুরে ডাহিয়া ইউনিয়ন পরিষদে প্রতিযোগিতায়
প্রথম স্থান অর্জনকারী তাড়াই গ্রামের ঘোড়ার মালিক আব্দুল মমিনকে একটি এলইডি টিভি ও চাচকৈড় গ্রামের পঙ্গীরাজ ঘোড়ার মালিককে মোবাইল ফোন উপহার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ৪ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার)তারেক হোসেন দুলাল।
বুধবার বিকেল ৫টায় উপজেলার বিয়াস বড় আদিমপুর গ্রামে এই খেলার আয়োজন করেন.স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী নওশের আলী। খেলায় পাবনা, বগুড়া, গুরুদাসপুর সহ দূর-দূরান্ত থেকে পঙ্গীরাজ, স¤্রাট, রাজা-বাদশাসহ ১৯টি ঘোড়া অংশ গ্রহণকরে। এসময় গ্রাম
বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে সব বয়সের নারী-পুরুষ ভীড় জমায়।

ঘৌড়দৌড় প্রতিযোগিতার আয়োজক বড়আদিমপুর গ্রামের নওশের আলী বলেন,বিয়াস.আদিমপুর গ্রামের মেলার পরে গ্রাম-বাংলার হারানো ঐতিহ্যবাহী ঘৌড়দৌড়.প্রতিযোগিতার আয়োজন করে মেলায় উপস্থিত ছোট-বড় সকলকে আনন্দ দিতে এবং বিলুপ্ত এই ঐতিহ্য কে ফিরিয়ে আনতে আমার এই ক্ষুদ্র আয়োজন। এবং আগামীতে আরও বড় আকারে এই আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *